How to open wholesale account

অ্যামাজন এফবিএ হোলসেল প্রোডাক্ট সোর্সিং – পার্ট ১ – হোলসেল অ্যাকাউন্ট খুলা

অ্যামাজন এফবিএ হোলসেল বিজনেস এর অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল রিলায়েবল ও প্রফিটেবল সাপ্লায়ার – তাদেরকে খুঁজে বের করা এবং তাদের সাথে ব্যবসায়িক সম্পর্ক স্থাপন করা।

তবে অ্যামাজন সেলারদের জন্য সাপ্লায়ার এর সাথে অ্যাকাউন্ট খুলার ব্যাপারটা একেবারেই সহজ নয়, বিশেষত সাপ্লায়ার যদি অনেক বড় ব্র্যান্ড হয় (যেমন, Nike, Apple, Lego ইত্যাদি) নরমাল অ্যামাজন সেলারদের জন্য তাদের থেকে অ্যাকাউন্ট পাওয়া প্রায় অসম্ভব বলা যায়।

বড় ব্র্যান্ডগুলোর সাথে হোলসেল অ্যাকাউন্ট করা কঠিন হলেও, ছোট ও অপেক্ষাকৃত কম পরিচিত ব্র্যান্ডগুলোর সাথে অ্যাকাউন্ট করা ও হোলসেল বিজনেস রিলেশানশিপ তৈরি করা বেশ সহজ (এবং লুক্রেটিভও হতে পারে)।

ব্র্যান্ড ছাড়া ডিস্ট্রিবিউটর/হোলসেলাররাও প্রফিটেবল প্রোডাক্ট সোর্সিং এর অন্যতম বড় মাধ্যম। বিশেষত হোলসেলার/ডিস্ট্রিবিউটরদের কাছে হোলসেল অ্যাকাউন্ট করা তুলনামুলকভাবে সহজ হওয়ায় এবং তাদের থেকে বড়/ছোট প্রায় সব ব্র্যান্ড-এর প্রোডাক্ট সোর্স করার সুযোগ থাকায় নতুন সেলারদের জন্য ডিস্ট্রিবিউটর/হোলসেলাররাই প্রোডাক্ট সোর্সিং এর সবচাইতে বড় মাধ্যম হতে পারে।

হোলসেল সাপ্লায়ার খুঁজে বের করা আর তাদের সাথে অ্যাকাউন্ট ল্যান্ড করার সম্ভাব্যতা অনেকটা আপনার ক্রিয়েটিভিটির উপর নির্ভর করে।

নিচের ভিডিওতে প্রোডাক্ট রিসার্চ এর পরের স্টেপ অর্থাৎ প্রোডাক্ট এর পটেনশিয়াল সাপ্লায়ারের সাথে কিভাবে যোগাযোগ এবং হোলসেল অ্যাকাউন্ট করবেন তা দেখিয়েছি।

অ্যামাজন এফবিএ হোলসেল প্রোডাক্ট রিসার্চ সম্পর্কে জানতে আমার আগের পোস্ট "কিভাবে অ্যামাজন এফবিএ হোলসেল এর জন্য প্রোডাক্ট রিসার্চ করবেন?" দেখুন!

উল্লেখ্য, অনেক সাপ্লায়ার অ্যামাজন সেলারদের হোলসেল অ্যাকাউন্ট দেয় না বা অ্যামাজন সেলার শুনলে সরাসরি “না” বলে দেয়। সাপ্লায়ার এর অব্জেনশান হ্যান্ডেলিং আর অ্যাকাউন্ট অ্যাপ্রোভাল রেইট বাড়ানোর উপায়গুলো পরবর্তীতে ছোট ছোট ভিডিও আকাদের শেয়ার করার ইচ্ছে আছে ইনশাআল্লাহ্‌। ভিডিও কন্টেন্টগুলো পেতে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। https://www.youtube.com/@OliulAlam

পরবর্তী পোস্টে কিভাবে সাপ্লায়ার এর থেকে প্রোডাক্ট এর ক্যাটালগ/প্রাইস লিস্ট নিবেন, প্রাইস লিস্ট এনালাইসিস করে প্রফিটেবল প্রোডাক্ট বের করবেন, আর প্রোডাক্ট অর্ডার করবেন তা আলোচনা করব ইনশাআল্লাহ্‌।

আজকে এ পর্যন্তই। কারো কোন প্রশ্ন থাকলে জানাবেন, আমি উত্তর দেয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ্‌।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *