oliul alam

ব্যক্তি আমি

আমি মোঃ ওলিউল আলম, ফ্যামিলি আর বন্ধুবান্ধবের কাছে মিঠুন নামে সমধিক পরিচিত। ব্যক্তি জীবনে মুসআব আর নুসাইবা’র বাবা (আমার রবের দেয়া শ্রেষ্ঠ উপহার)। নিতান্তই অ্যাভরেজ মানুষ আর একটু অলস প্রকৃতির তবে অনলাইন কাজের ক্ষেত্রে নিজেকে যথেষ্ট পারদর্শী ও বুদ্ধিমান বলে মনে হয় (যদিও আমার আহলিয়া হয়তো আমার সাথে দ্বিমত পোষণ করবে)। 😀

পেশাদার জীবন

পেশাগত জীবনের প্রায় পুরোটাই অনলাইন কেন্দ্রিক। ইন্টারনেট থেকে যে ইনকাম করা যায় এই বিষয়টার সাথে পরিচিত হই ২০০৯-১০ এর দিকে। তখনও ইন্টারনেটে ইনকাম কিংবা কাজের প্র্যাক্টিক্যাল কোন ধারনা ছিলনা। তবে অনলাইনে কিছু করাটা বেশ টানত আমাকে – একটা কম্পিউটার আর ইন্টারনেট সংযোগ দিয়ে সুদূর বিদেশের কারো কাজ করে টাকা ইনকাম করতে পারাটা খুব নার্ডি আর কুল একটা বিষয় মনে হত তখন (যদিও এখনকার মত এতো রিসোর্স, টিউটোরিয়াল, ট্রেইনিং সেন্টার, কিংবা কাজ জানা/করা লোক ছিলনা)!

২০১২ এর শেষের দিকে ইল্যান্সে (বর্তমান আপওয়ার্ক) সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসেবে অনলাইনে প্রোফেসনাল কাজের যাত্রা শুরু। তারপর থেকে বর্তমান সময় পর্যন্ত প্রায় ১০ বছর ফুলটাইম অনলাইন প্রফেশনাল হিসেবে কাজ করছি। ফ্রিল্যান্সার হিসেবে শুরু হলেও ২০১৫তে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং দিয়ে অনলাইন অন্টেপ্রিনিয়ার হিসেবে যাত্রা শুরু হয়। এর পরে ২০১৯-এ আমরা একটা ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট এজেন্সি শুরু করি। আর সর্বশেষ ২০২১ এর শেষের দিকে অ্যামাজন এফবিএ এর মাধ্যমে প্রোডাক্ট সেল করা শুরু করি। এসবের বাইরেও আরও বেশ কিছু ছোটখাটো ও স্বল্পমেয়াদী প্রোজেক্ট ছিল।

১০ বছরের অনলাইন ক্যারিয়ারের জার্নির পুরোটাই খুব মসৃণ এমন নয়, এই সময়ের মধ্যে অনেক আপস অ্যান্ড ডাউন্স এর মধ্য দিয়ে গেছি। এই এক যুগ সময়ের সফলতা আর তার সাথে ব্যর্থতা ও ভুলগুলো থেকে পাওয়া শিক্ষাগুলো এই ব্লগে শেয়ার করার ইচ্ছে আছে যাতে করে নতুন যারা শুরু করবেন তারা এগুলো থেকে শিখে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন।

বিশেষ করে আমাদের লেটেস্ট প্রোজেক্ট অ্যামাজন এফবিএ নিয়ে ধারাবাহিক কিছু গাইড, কেস-স্টাডিসহ আমাদের অ্যামাজন এফবিএ এর জার্নিটা ডকুমেন্ট করার ইচ্ছে আছে ইনশাআল্লাহ্। এই বিষয়ে আমি নিজেও প্রতিনিয়ত শিখছি আর যতটুকু শিখেছি বা জানি তা থেকে বাস্তবে প্রয়োগ করা অভিজ্ঞতা ও ফলাফলগুলো এই ব্লগ ও আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করার চেষ্টা থাকবে ইনশাআল্লাহ্‌।

কোন মতামত, মন্তব্য, বা পরামর্শ থাকলে আমাকে ইমেইল করতে পারেন – oliulalam@hotmail.com অথবা নিচের কন্টাক্ট ফর্মে যোগাযোগ করতে পারেন।