Amazon Basics for FBA Wholesale: Amazon Seller Account খুলা, Wholesale Product Listing, Shipping Plan Creation এবং Amazon Warehouse এ Product পাঠান

আগের পোস্টে আমরা কিভাবে সাপ্লায়ার এর থেকে হোলসেল প্রোডাক্ট অর্ডার করতে হয় তা জেনেছিলাম। সাপ্লায়ার থেকে হোলসেল প্রোডাক্ট অর্ডার করার পরের কাজ হল প্রোডাক্টগুলো অ্যামাজনের ওয়্যারহাউসে পাঠান।

অ্যামাজন ওয়্যারহাউসে প্রোডাক্ট পাঠানোর জন্য আপনাকে আপনার সেলার সেন্ট্রাল অ্যাকাউন্টে একটা শিপমেন্ট প্ল্যান ক্রিয়েট করে প্রোডাক্ট প্রেপিং, ল্যাবেলিং ইত্যাদি সম্পন্ন করে, প্রোডাক্টগুলো আপনি যে ক্যারিয়ার সিলেক্ট করবেন তাদের কাছে দিতে হবে এবং তারা আপনার প্রোডাক্ট অ্যামাজন ওয়্যারহাউসে পাঠিয়ে দিবে।

শিপমেন্ট প্ল্যান ক্রিয়েট করার জন্য আগে ঐ প্রোডাক্টগুলো আপনাকে অ্যামাজনে লিস্টিং করে নিতে হবে। তবে হোলসেল মডেল এর একটা সুবিধা হল, হোলসেল এর জন্য আমরা যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করে সেগুলো ‘সাধারনত’ অ্যামাজনে অলরেডি লিস্টেড থাকে, তাই স্ক্র্যাচ থেকে লিস্টিং/প্রোডাক্ট পেইজ তৈরি করার ঝামেলাটা থাকেনা, শুধু আমাদের অফারটা পার্টিকুলার লিস্টিং-এ অ্যাড করে দিলেই হয়।

যদিও আমি শিপিং প্ল্যান ক্রিয়েট করার সময় নই বরং সাপ্লায়ার এর থেকে প্রোডাক্ট অর্ডার করার আগেই প্রোডাক্টগুলো অ্যামাজনে লিস্টিং করি (এবং এটা আপনারাও করবেন)। এর কারন হল, কোন ব্র্যান্ড বা ক্যাটাগরি গেইটেড (যা বিক্রি করার জন্য পারমিশান/অথোরাইজেসন লেটার, ইনভইস ইত্যাদি লাগে) হলে, বা HAZMAT প্রোডাক্ট হলে বা  প্রোডাক্ট এর স্পেসাল প্রেপিং লাগলে ঐ প্রোডাক্টগুলো কিনে আপনি আপনার নিজের কাছে ফেলে রাখতে চাইবেন না।

অ্যামাজনে কোন প্রোডাক্ট লিস্টিং করতে গিয়েই কেবল আপনি উপরোক্ত বিষয়গুলো সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হতে পারবেন। তাই কোন প্রোডাক্ট বিক্রি করতে আপনার জন্য কোন রকম বাঁধা আছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য ঐ প্রোডাক্ট সাপ্লায়ার এর থেকে অর্ডার করার আগেই অ্যামাজনে লিস্টিং করে দেখে নেয়াটা আপনার জন্য নিরাপদ হবে।

আর হ্যাঁ প্রোডাক্ট লিস্টিং কিংবা শিপিং প্ল্যান ক্রিয়েট যায় করেন না কেন এই জন্য প্রথমত আপনার অ্যামাজন সেলার অ্যাকাউন্ট থাকতে হবে।

আজকের পোস্টে আমরা অ্যামাজন সেলার অ্যাকাউন্ট তৈরি করা, হোলসেল প্রোডাক্ট লিস্টিং, এবং শিপিং প্ল্যান ক্রিয়েট করে অ্যামাজন ওয়্যারহাউসে প্রোডাক্ট পাঠানো সম্পর্কে জানবো ইনশাআল্লাহ্‌। নিচে প্রতিটা টপিক এর জন্য ভিডিও টিউটোরিয়াল দেয়া আছে, সবগুলোই ভালোভাবে পুরোপুরি দেখবেন (প্রয়োজনে একাধিকবার দেখবেন)।

Amazon Seller Account Creation

অ্যামাজন এফবিএ হোলসেলে যখন যে কাজ দরকার হয় সে অনুযায়ী আমরা লিখাগুলো একটা পর একটা সাজানোর চেস্টা করেছি। তবে পূর্বে অ্যামাজন সেলার অ্যাকাউন্ট করা নিয়ে আলোচনা করা হয়নি তাই এটা আমরা এই পর্বে জুড়ে দিয়েছি।

অ্যামাজন সেলার অ্যাকাউন্ট যখন আপনি প্রোডাক্ট রিসার্চ শুরু করবেন কিংবা তারও আগে যখন এফবিএ বিজনেস করার সিদ্ধান্ত নিবেন তার পর পরই করে নিবেন। অ্যামাজন সেলার অ্যাকাউন্ট ড্যাশবোর্ড ঘাঁটাঘাঁটি করে এর বিভিন্ন ফিচার, ফাংশনালিটিগুলোর সাথে পরিচতি হয়ে নিয়ে এগুলোর সঠিক ব্যবহার জানাটাও গুরুত্বপূর্ণ।

নিচের ভিডিওতে কিভাবে বাংলাদেশ থেকে অ্যামাজনে সেলার অ্যাকাউন্ট তৈরি করবেন তা দেখিয়েছি।

Listing Your Wholesale Product

আগেই বলেছি হোলসেল এর জন্য ‘সাধারনত’ আমাদের নতুন প্রোডাক্ট পেইজ বা লিস্টিং তৈরি করতে হয়না, তাই হোলসেল প্রোডাক্ট লিস্টিং এর প্রক্রিয়াটা বেশ সহজ। নিচের ভিডিওতে কিভাবে প্রোডাক্ট লিস্টিং করবেন বা এক্সিটিং লিস্টিং-এ নিজের অফারটা অ্যাড করবেন তা দেখিয়েছি।

Shipping Plan Creation and Sending Products to Amazon Warehouse

শিপিং প্ল্যান তৈরি এবং অ্যামাজন ওয়্যারহাউসে প্রোডাক্ট পাঠান অভারঅল ইনভেন্টরি ম্যানেজমেন্ট প্রক্রিয়া এবং অ্যামাজন সেলার সেন্ট্রাল-এর ব্যবহারের গুরুত্বপূর্ণ অংশ। নিচের ভিডিওতে অ্যামাজনের নতুন ওয়ার্কফ্লো ব্যবহার করে শিপিং প্ল্যান তৈরি করে অ্যামাজন ওয়্যারহাউসে প্রোডাক্ট পাঠানোর প্রক্রিয়া দেখিয়েছি।

তো আজকে এ পর্যন্তই। শুরু থেকে এই পর্যন্ত পোস্টগুলোতে অ্যামাজন এফবিএ হোলসেল মডেলের কাজের স্টেপগুলোর মৌলিক ধারনা দেয়ার চেষ্টা করেছি।

অ্যামাজন অ্যাকাউন্ট করা থেকে নিয়ে প্রোডাক্ট ও সাপ্লায়ার রিসার্চ, সাপ্লায়ার এর সাথে হোলসেল অ্যাকাউন্ট করা থেকে নিয়ে অ্যামাজন ওয়্যারহাউসে প্রোডাক্ট পাঠান এবং এর মধ্যকার অন্য আলোচিত বিষয়গুলো নিয়েই মূলত হোলসেল বিজনেস মডেল – (এছাড়াও প্রতিটা বিষয়ের আরও খুঁটিনাটি আলোচনা, স্ট্যাটেজি আছে (পরবর্তীতে ছোট ছোট পোস্ট বা ভিডিও আকারে শেয়ার করার চেস্টা করবো ইনশাআল্লাহ্‌) এই পুরো প্রক্রিয়াটা সম্পর্কে ধারনা রাখলেই হোলসেলে কাজ শুরু করা সম্ভব বা কাজ শুরু করে নিজের অভিজ্ঞতা ও দক্ষতাকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হতে পারে। তবে শর্ত একটাই, কাজের স্টেপগুলো জানার সাথে সাথে সেগুলোকে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করা!

ছোট একটা আপডেটঃ হোলসেল নিয়ে লিখা শুরু করার পরে অনেকেই আমার থেকে সরাসরি কাজ শিখার ব্যপারে আগ্রহ প্রকাশ করেছিলেন। কাজের ব্যস্ততা ও সময়ের সল্পতার কারনে সবাইকে আলাদা আলাদাভাবে সময় দেয়া কোনভাবেই প্র্যাকটিক্যালি সম্ভব ছিলনা।

পূর্বে ছোট পরিসরে নিজস্ব পরিচিত মণ্ডলে সময়ে সময়ে ক্লাস/কোর্স করিয়েছি, এবার পাবলিকলি অ্যামাজন এফবিএ হোলসেল মডেল নিয়ে একটা কোর্স নিয়ে আসতেছি ইনশাআল্লাহ্‌। কোর্স সম্পর্কে আপডেট খুব শীঘ্রই পাবেন ইনশাআল্লাহ্‌। যারা এফবিএ হোলসেল মডেলে কাজ করতে আগ্রহী তাদের জন্য এটা (কোর্স ম্যাটেরিয়াল + আমার ডাইরেট সাপোর্ট) কাজের এবং উপকারী হবে বলে আশাবাদী।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *