হোলসেল প্রোডাক্ট সোর্সিং ও প্রাইসিং ডিসিশান নিতে কিভাবে Keepa ও Amazon FBA Revenue Calculator ব্যবহার করবেন?

একটা প্রোডাক্ট এর দাম আর বিক্রি এক মাস বা তিন মাস বা আগের বছরে কেমন ছিল? অ্যামাজন নিজে কি কখনও ঐ প্রোডাক্টটা বিক্রি করেছিলো? অন্য এফবিএ সেলারদের কি অবস্থা, কোন সেলার কখন, কি প্রাইসে ঐ প্রোডাক্টটা বিক্রি করেছিলো? আপনি যদি অন্য স্মার্ট সেলারদের মত একটা প্রোডাক্ট এর সম্ভাব্য সবধরনের অতীত ইনফর্মেশন সম্পর্কে জেনে প্রোডাক্ট সোর্স করতে আগ্রহী হন তাহলে Keepa আপনার জন্য ওয়ান-স্টোপ সলিউশান।

এককথায় স্মার্ট সোর্সিং ডিসিশান নেয়ার জন্য একটা প্রোডাক্ট সম্পর্কে যা যা দরকারি তথ্য জানতে হয় তা Keepa প্রোভাইড করে। Keepa এমন একটা টুল যা আমাকে আমার অ্যামাজন এফবিএ বিজনেস এর কাজে প্রতিদিনই ব্যবহার করতে হয়, হোক সেটা হোলসেল বা অনলাইন আরবিট্রাজ প্রোডাক্ট রিসার্চ, পারচেজ অর্ডার তৈরি করার আগে প্রোডাক্ট এর ডেটা রিচেক করা, অথবা অ্যামাজনে ইনভেন্টরি রিপ্রাইসিং করা।

অ্যামাজন এফবিএ হোলসেল প্রোডাক্ট রিসার্চ মেথড সম্পর্কে জানতে আমার আগের পোস্ট - "কিভাবে অ্যামাজন এফবিএ হোলসেল এর জন্য প্রোডাক্ট রিসার্চ করবেন?" দেখুন।

Keepa Tutorial

কিভাবে Keepa গ্রাফ/চার্ট পড়ে ও বুঝে প্রোডাক্ট সোর্সিং ডিসিশান নিতে হয় তা নিচের ভিডিও থেকে জানতে পারবেন।

Amazon FBA Revenue Calculator

অ্যামাজন এফবিএ স্টোর চালানোর জন্য যে খরচাপাতিগুলো আছে তার সম্পর্কে আমরা Amazon FBA revenue calculator থেকে ভাল ধারনা পায়। বিশেষত, এটা প্রোডাক্ট বাছাই করার শুরুতেই অ্যামাজন এফবিএ খরচ ও ফি সম্পর্কে জেনে নিয়ে কোন প্রোডাক্ট কাজ করার উপযুক্ত কি না তার সিদ্ধান্ত নিতে সেলারদের হেল্প করে।

নিচের ভিডিওতে অ্যামাজন Amazon FBA revenue calculator ব্যবহার করে প্রোডাক্ট এর প্রফিট আর ফি-গুলো কিভাবে ক্যালকুলেট করতে হয় তা জানতে পারবেন।

উপসংহার

অ্যামাজন এফবিএ বিজনেস (বিশেষত হোলসেল ও আরবিট্রাজ) এর জন্য Keepa-কে একটা অপরিহার্য টুল বলা যায়।

বর্তমানে, Keepa-তে Pricing হিস্টোরি ফ্রি তবে Sales Rank (এবং আরও কিছু ভাইটাল ডেটা, যেমন, Buy Box হিস্টোরি) দেখার জন্য প্রিমিয়াম প্ল্যান এর দরকার হবে। Keepa থেকে আমরা যে ধরনের হেল্প/ডেটা পায় তার জন্য Keepa’র যে মান্থলি সাবস্ক্রিপশান তা যথেষ্ট রিজনেবল আর ১০০% ওরথ দি প্রাইস।

আর অ্যামাজনে প্রোডাক্ট বিক্রি করার জন্য একটা প্রোডাক্ট এর যে এফবিএ এর খরচ আর ফি-গুলো থাকে তা Amazon revenue calculator ছাড়া ভালোভাবে বুঝা কঠিন।

তাই স্মার্ট ও বেটার প্রোডাক্ট সোর্সিং আর প্রাইসিং ডিসিশান নেয়ার জন্য উভয় টুল এর ব্যবহার সম্পর্কে জানা এবং সঠিকভাবে ব্যবহার করতে পারাটা করাটা অ্যামাজন সেলারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *